দেশের সরকার এখন আমলাতান্ত্রিক: মির্জা ফখরুল

বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়, এ সরকার আমলাতান্ত্রিক সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, একজন নারী সাংবাদিককে সরকারি কর্মকর্তারা যেভাবে হেনস্তা ও নির্যাতন করেছে তাতে তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া উচিত।

 

বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।

 

মির্জা ফখরুল বলেন, সংবাদ মাধ্যমে স্বাধীনতা অনুপস্থিত, একেবারেই নেই। এ অবস্থায় মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়।

 

পরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, সহসভাপতি পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান হান্নু, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা বারের নবনির্বাচিত সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক এন্তাজুল হক প্রমুখ।