বিএনপি ভোট পেছাতে চায় অভিযোগ জামায়াত নেতার

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের
আমির নুরুল ইসলাম বুলবুল বিএনপির প্রতি ইঙ্গিত করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের
অভিযোগ করেছেন।
তিনি বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে। জাতি কোনো তামাশা
মানবে না। একটি দল সংঘবদ্ধভাবে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্রে
নির্বাচনের রোডম্যাপ পরিবর্তন করা যাবে না।
রোববার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কার্যালয়ে ঢাকা-৮ আসনের নির্বাচন পরিচালনা
কমিটির সভায় বুলবুল বলেন, অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন
আয়োজনের যে রোডম্যাপ দিয়েছে, সেই অনুযায়ী নির্বাচন হতে হবে। প্রশাসনে দলীয়করণ বন্ধ
এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের
সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, ঢাকা-৮
আসনের প্রার্থ ড. হেলাল উদ্দিন প্রমুখ।








