ড. কামাল হোসেনকে বাদ দিয়ে গণফোরামকে এগিয়ে নেওয়ার প্রস্তাব

প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেনকে বাদ
দিয়ে গণফোরাম এগিয়ে নেওয়ার প্রস্তাব করেছেন বর্ধিত সভায় উপস্থিত দলটির জেলা নেতৃবৃন্দ।
তারা বলেন, ড. কামালকে দিয়ে গণফোরাম কখনোই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না।
উনি বঙ্গবন্ধুর সহচর ছিলেন ঠিকই, মেধার কারণে বঙ্গবন্ধু তাকে সঙ্গে নিয়েছিলেন। আসলে
উনি জিরো।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) গণফোরামের বর্ধিত
সভা জাতীয় প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত। বর্ধিত সভায় সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় নেতা
ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ।
সভায় দেওয়া বক্তব্যে অ্যাডভোকেট মহসিন
রশিদ বলেন, ড. কামাল হোসেন পলিটিশিয়ান নয়। তাকে নিয়ে রাজনীতি হবে না। সে একটা জিরো
পারসন। তিনি ক্ষমতার লোভে রাজনীতি করেন।
তিনি আরও বলেন, ড. কামাল ও রেজা কিবরিয়া
দুজনেই মিথ্যাবাদী। দলীয় এমপি মোকাব্বির হঠাৎ করে এমপি হয়েছেন। কিভাবে এমপি হয়েছেন,
দেশবাসী সবাই জানে। ড. কামাল হোসেনকে বাদ দিয়েই গণফোরামকে এগিয়ে নিতে হবে।
রংপুর বিভাগের পক্ষে বক্তব্য দেন মির্জা
হাসান, ময়মনসিংহের অ্যাডভোকেট রায়হান উদ্দিন ও ঢাকা বিভাগের বিশ্বজিৎ গাঙ্গুলি।








